জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতৃত্বে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী। শুক্রবার (১৭ মার্চ ) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দরা মুরাদ চত্বরে কেক কাটে।
পরে দুপুর পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করে ছাত্রলীগ। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, জোবায়ের সরণি হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে শাখা ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো আকতারুজ্জামান সোহেল বলেন,’ বঙ্গবন্ধু দেখিয়েছেন একটি জাতীকে কীভাবে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হয়। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সারাজীবন কাজ করে গেছেন। আমরা বঙ্গবন্ধুর আর্দশকে বুকে নিয়ে এগিয়ে যেতে চাই। বঙ্গবন্ধুর আর্দশ বুকে নিয়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিটি ছাত্রলীগ কর্মী অগ্রণী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করি।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন,’বঙ্গবন্ধু সারাজীবন বাংলার খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলেছেন। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা তার সজনহারা বেদনাকে বুকে চাপা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন একটি সমৃদ্ধ দেশ গড়ার জন্য। শেখ হাসিনার পথকে মসৃন করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো।’
এছাড়াও শাখা ছাত্রলীগের আয়োজনে বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Array