জোবায়ের হোসেন রিহান,ফেনী প্রতিনিধি: বাংলাদেশ প্রতিদিন পত্রিকা শুরু লগ্ন থেকে গত ১৪ বছরে দেশের শীর্ষে অবস্থান করছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের মনে জায়গা করে নিয়েছে পত্রিকাটি। তবে স্থানীয় সংবাদগুলো গুরুত্বসহকারে প্রকাশ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
গতকাল বুধবার বিকেলে ফেনী পৌরসভা প্রাঙ্গনে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জ্যৈষ্ঠ সাংবাদিক বখতেয়ার মুন্নার সভাপতিত্বে ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি দৈনিক আমার ফেনী সম্পাদক ও প্রকাশক, মাছরাঙা টিভি ফেনী জেলা প্রতিনিধি জমির বেগ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
এ সময় অন্যদের মধ্যে ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দিন খান, চ্যানেল আই ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, দৈনিক ভোরের কাগজ ফেনী জেলা প্রতিনিধি শুকদেব নাথ তপন, দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক কালেরকন্ঠ ফেনী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, দেশ টিভি ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, মাসিক ফেনীর আঁচল সম্পাদক সাহিদা সাম্য লীনা, এস এ টিভি ফেনী জেলা প্রতিনিধি দৈনিক আমার ফেনী সহযোগী সম্পাদক মাঈনুল রাসেল, দৈনিক মানবজমিন ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, নিউজ টুয়েন্টিফোর টিভির ফেনী জেলা প্রতিনিধি নজির আহমেদ রতন, এটিএন নিউজ ফেনী প্রতিনিধি দিদারুল আলম দিদার, ইনডিপেনডেন্ট টেলিভিশিন ফেনী জেলা প্রতিনিধি দৈনিক আমার ফেনী নির্বাহী সম্পাদক সমির উদ্দিন ভূঁঞা, একুশে টেলিভিশন ফেনী জেলা প্রতিনিধি দৈনিক আমার ফেনী বিশেষ সম্পাদক নজরুল ইসলাম রঞ্জু, ফেনী পৌরসভার ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান শিবলী, পৌর আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন বেগ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দীপ্ত টিভি ফেনী জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক বণিক বার্তা ফেনী জেলা প্রতিনিধি নুরুল্লাহ কায়সার, দৈনিক কালবেলা ফেনী জেলা প্রতিনিধি, দৈনিক আমার ফেনী বার্তা সম্পাদক সুরঞ্জিত নাগ, মোহনা টেলিভিশিন ফেনী জেলা প্রতিনিধি তোফায়েল আহম্মদ নিলয়, জেলা ছাত্রলীগ ফেনী জেলা। সভাপতি তোফায়েল আহমদ তপু, সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, গ্লোবাল টিভি ফেনী জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, মাই টিভি ফেনী প্রতিনিধি আমিন চৌধুরী, দৈনিক আমার ফেনী সোনাগাজী প্রতিনিধি মোতাহের হোসেন ইমরান, বাংলাভিশন টেলিভিশনের ভিডিও সাংবাদিক মিরাজুল ইসলাম মামুন, দৈনিক আমার ফেনী শহর প্রতিনিধি কামরুল আরেফিন, অমিত শর্মা, জোবায়ের হোসেন রিহান, দৈনিক আমার ফেনী চিত্র সাংবাদিক সুলতান মাহমুদ জয় প্রমুখ।
Array