জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে শিক্ষক সমিতিকে উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বুধবার (১৫ মার্চ) বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অফিসে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ বরাবর দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানান শিক্ষক ফোরাম নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম শামীম কায়সার, কোষাধ্যক্ষ অধ্যাপক বোরহান উদ্দিন।
শিক্ষক সমিতি বরাবর দেওয়া স্মারকলিপিতে শিক্ষক নেতারা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতিটি গণতান্ত্রিক পর্ষদের (সিনেট, সিন্ডিকেট, শিক্ষা-পর্ষদ, ডীন, অর্থ কমিটি ইত্যাদির) মেয়াদ ৫ বছর আগে ২০১৮ সালে উত্তীর্ণ হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নজরে আসেনি।বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বজায় রাখতে ১৯৭৩-এর অ্যাক্ট, অর্ডিন্যান্স ও সংবিধিকে সমুন্নত রাখা অতীব গুরুত্বপূর্ণ।
এজন্য শিক্ষক সমিতির কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান জাতীয়তাবাদী শিক্ষকরা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম শামীম কায়সার বলেন, ‘উনারা একটা দাবি জানিয়েছেন। আমরা এ দাবি এর আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি। তবে উনারা যে টাইম লিমিট বেঁধে দিয়েছেন এটা উনাদের রাজনৈতিক কারন। আমরা প্রশাসনকে এভাবে টাইম বেধে দিতে চাই না। তবে প্রতিশ্রুতি নিতে চাই কোন সময়ে আসলে নির্বাচন করবেন।’
এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ আজকালের বার্তাকে বলেন,’ আমরা এর আগেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্বাচনের অনুষ্ঠানের ব্যাপারে বলেছি৷ আমরাও চাই দ্রুত সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ সব পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হোক।আমরা এ বিষয়ে আবারো বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবারো দাবি জানাবো।’
Array