বার্তা কক্ষ
14th Mar 2023 1:47 am | অনলাইন সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ভয়াবহ আগুনে তুলার কারখানা ও তেলের মিলসহ দুটি প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের স্বনির্ভর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ন্যাশনাল তুলার কারখানার মালিক মো.আনিস আগুনের খবর শুনে অসুস্থ হয়ে পরলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ন্যাশনাল তুলা কারখানার শ্রমিক মদু সেন বলেন, হঠাৎ করেই তুলা কারখানায় আগুন লেগে মুহূর্তে ভস্মীভূত হয়ে যায়।
ফায়ার সার্ভিসের সদস্য রেজওয়ান আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুনের সূত্রপাত, সেটা এখনো বলা যাচ্ছে না।
Array