আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপায় চোখ রেখে বঙ্গবন্ধু কাপ প্রথম ম্যাচে দারুণ শুরু করেছে বাংলাদেশ। বিকেল সাড়ে পাঁচটায় কাবাডি স্টেডিয়ামে শুরু ম্যাচে ৫০-২২ পয়েন্টে পোল্যান্ডকে উড়িয়ে দিয়েছে তুহিন তরফদারের দল। ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক তুহিনই।
খেলার প্রথমার্ধের শুরুতে পয়েন্ট আদায় করে বাংলাদেশ। প্রথম পয়েন্ট আনেন তুহিন তরফদার, অধিনায়কের ছোঁয়াতে এগিয়ে যায় লাল সবুজর দল। প্রথমার্ধে ১১-১৪ ব্যবধানে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ।
এরপর দ্বিতীয়ার্ধে আরও প্রাধান্য বিস্তার শুরু খেলে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে স্পষ্ট ব্যবধানে এগিয়ে যায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। শেষপর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি পোল্যান্ড। স্বাগতিকদের দাপটে হার দিতে টুর্নামেন্ট শুরু করল ইউরোপের দেশটি।
প্রসঙ্গত টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে এবার। আর্জেন্টিনা, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, ইরাক, কেনিয়া, ইংল্যান্ড, পোল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ। এবারই প্রথম অংশ নিচ্ছে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।
Array