ajkalerbarta
13th Mar 2023 7:27 pm | অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকে ১৫ মার্চ উদ্বোধন হচ্ছে একটি সোনার দোকান। এই দোকান উদ্বোধন করতে আজ (১৩ মার্চ) দুবাই যাচ্ছেন হিরো আলম।
পোস্টে তিনি লিখেছেন, আজ দুবাই আসতেছি ওয়াল ফেমাস গোল্ড মার্কেট প্লেস দুবাই। ১৫ মার্চ আরাফ জুয়েলারি শপ উদ্বোধন অনুষ্ঠানে। স্থান শপ নম্বর ১৬, বিল্ডিং ৫ হিন প্লাজা নিউ গোল্ড সুপ দুবাই।
এদিকে সাকিব আল হাসানসহ বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেল এই জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে দুবাই যাচ্ছেন বলে তারা ভিডিও বার্তায় জানিয়েছেন।
হিরো আলম জানান, দুবাইয়ে বেশ কয়েক দিন থাকব। প্রবাসী ভাই-বোনদের সঙ্গে দেখা করব, আড্ডা দেব। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করব।
Array