বার্তা কক্ষ
13th Mar 2023 12:29 pm | অনলাইন সংস্করণ
খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী সাফিয়াকে আটক করেছে পুলিশ। রোববার রাত ২টার দিকে জেলার রাজাপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত রবিউল আউয়াল তালুকদার রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার বাসিন্দা আব্দুর রহমান তালুকদারের ছেলে। তিনি পেশায় অটোচালক।
জানা যায়, রবিউলের সঙ্গে স্ত্রী সাফিয়ার প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এর জেরে রোববার মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় রবিউলকে গলা কেটে হত্যা করেন সাফিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে রবিউলকে গলা কেটে হত্যা করেছে তার স্ত্রী। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ সময় তার স্ত্রীকে আটক করে থানায় আনা হয়েছে।
Array