চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন ভাবে প্রক্টর নিয়োগ পেয়েছেন ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেসের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুল আজিম সিকদার।
একই সাথে আর ও দুজনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
রবিবার দুপুর ১ টার দিকে প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়াসহ প্রক্টরিয়াল টিমের ছয় সদস্য এবং বিভিন্ন পরিষদ থেকে ১৬ সদস্য পদ ত্যাগের পর, বেলা ২ টার দিকে তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে।
চবির রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, একজন প্রক্টর ও দুইজন সহকারী প্রক্টরকে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে।
সহকারী প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক রোকন উদ্দিন ও ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সের প্রভাষক সৌরভ সাহা জয়।
প্রক্টর সহ অন্যদের পদত্যাগের বিষয়ে রেজিস্ট্রার বলেন,এতদিন তারা নিজের দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। এখন অ্যাকাডেমিক, ও ব্যক্তিগত সমস্যা সমস্যা দেখিয়ে তারা পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
Array