আজ প্রকাশিত হলো ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল। এতে উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ১৯৪ জন।
রোববার (১২ মার্চ) দুপুর দেড়টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
উল্লেখ্য এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় এক লাখ ৩৯ হাজার ২১৭ আবেদনকারীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ১৯৪ জন। পাসের হার ৩৫.৩৪ শতাংশ।
অনলাইন থেকে https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে।
এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফল জানা যাবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।
প্রসঙ্গত এবার এমবিবিএস কোর্সে সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি।
উল্লেখ্য গত শুক্রবার (১০ মার্চ) এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ১২ জন পরীক্ষার্থী।
বর্তমানে দেশে মোট সরকারি মেডিকেল কলেজ ৩৭টি। সরকারি মেডিকেলে এমবিবিএসে চার হাজার ৩৫০টি আসন রয়েছে। মেধা কোটায় তিন হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন ও উপজাতি কোটায় ৩১ জন ভর্তি হতে পারবেন।
Array