পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নাচগানে মাতিয়ে গেলেন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব। শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় এই দুই শিল্পীর পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত হাজারও দর্শক। জানা গেছে, অনুষ্ঠানটি শুধুমাত্র নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যদের জন্য উন্মুক্ত ছিল।
নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আসিফ হাসান মাহমুদ মানু জানান, নারায়ণগঞ্জ ক্লাবের ১৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ক্লাবের সদস্যদের নিয়ে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে রাতে গান গেয়েছেন অনুপম রায় এবং নৃত্য পরিবেশন করেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতিদের সম্মান জানানো হয়েছে।
অনুষ্ঠানে ঋতুপর্ণা বেশ কয়েকটি গানে একক নৃত্য পরিবেশন করেন। এছাড়া তিনটি দলীয় নৃত্য পরিবেশন করেন তিনি। শেষ দিকে এপার বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌসের সঙ্গে ‘সব সখিরে পার করিতে’ গানে নৃত্য পরিবেশন করেন। এ সময় অনুপমের গাওয়া গান ও ঋতুপর্ণা সেনের নৃত্য ক্লাব সদস্যদের বিমোহিত করে। রাত ১২টায় অনুষ্ঠান শেষ হয় বলে ক্লাব সূত্রে জানা গেছে।
এদিন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আসিফ হাসান মাহমুদ মানুর সভাপতিত্বে ক্লাবের সাবেক সভাপতিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Array