ajkalerbarta
10th Mar 2023 2:26 pm | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের ফুলপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে শুক্রবার (১০ মার্চ) ভোরে একজন ও বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একজন মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ফুলপুর-ময়মনসিংহ সড়কে অজ্ঞাত বাসের চাপায় আব্দুস সামাদ (২৫) নামে একজন যুবক মারা যান। তিনি পয়ারি ইউনিয়নের ইমাদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
অপরদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একই ইউনিয়নের কারাহায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা (৬০) নিহত হন। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন গনমাধ্যমকে বলেন, বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা চলছে। অপরজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Array