বার্তা কক্ষ
08th Mar 2023 4:20 pm | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি; চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি সিমেন্ট বাহি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটে।
বুধবার (৮ই মার্চ) সকাল ১১টায় বীরেশ্বর পুর নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ড্রাইভার এবং হেলপার আহত হয়।তাদের চিকিৎসার জন্য ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। ট্রাকটি আমানসীম গ্রুপ সিমেন্ট এর ট্রাক।
এলাকার লোকজন জানান, গ্রামের সামনে একটি বিজিবি ক্যাম্প হচ্ছে। সেই ক্যাম্পে সিমেন্ট নিয়ে যাওয়ার জন্য ট্রাকটি আসে।
ভোলাহাট ফায়ার ডিফেন্স স্টেশনের এর ভারপ্রাপ্ত অফিসার মো: আবুল কাশেম জানান, আমাদের খবর দেওয়া আমরা দ্রুত এসে ট্রাকটি তোলার ব্যবস্থা করি,এবং ড্রাইভার আর হেলপার কে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তিনি আরো বলেন, ট্রাকটি ভারী এবং রাস্তা উচু নিচু হওয়ায় এ ঘটনা ঘটে।
Array