ইবি প্রতিনিধি; আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের পুণর্মিলনী। বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হবে।
১৯৯০-৯১ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৫০১ জন রেজিস্ট্রেশন করেছেন। এছাড়াও বিভাগটির বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা পুণর্মিলনীতে অংশ নেবেন। অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য রেজিস্ট্রেশনের শেষ সময় ছিল ২৮ ফেব্রুয়ারি।
বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি লিখিত বক্তব্যে এসব কথা জানান। তিনি বলেন, পুণর্মিলনী অনুষ্ঠানে দিনব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও প্রাক্তনদের স্মৃতিচারণসহ নানা আয়োজন করা হবে।
বিভাগের ২৫টি ব্যাচের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
Array