দেশে ও সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে হিন্দুদের মন্দিরে বিয়ে করলেন এক পুরুষ ও নারী।
ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের সিমলার রামপুরে।
তথ্যসূত্র এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুসলিম রীতি মেনেই ঠাকুর সত্যনারায়ণ মন্দিরে তারা বিয়ে করেন। মন্দিরটি পরিচালনা করেন বিশ্ব হিন্দু পরিষদ নামের একটি সংস্থা।
এ বিয়ে দেখতে ওই মন্দিরে জড়ো হন হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মৌলভীর উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে বিয়ে সম্পন্ন হয়।
এ সময় রামপুরের ঠাকুর সত্যনারায়ণ মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক বিনয় শর্মা বলেন, বিশ্ব হিন্দু পরিষদ এবং জেলার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) কার্যালয় মন্দিরটি পরিচালনা করে। বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসকে প্রায়ই মুসলিমবিরোধী বলে আখ্যা দেয়া হয়। কিন্তু এখানে এক মুসলিম দম্পতির বিয়ে হয়েছে।
এ সম্পর্কে কনের বাবা মাহেন্দ্র সিং মালিক বলেন, মেয়ের বিয়ে হয়েছে রামপুরের সত্যনারায়ণ মন্দির চত্বরে। শহরের মানুষ ও বিশ্ব হিন্দু পরিষদ এবং মন্দির ট্রাস্ট এই বিয়ের আয়োজনে ইতিবাচক সহযোগিতা করেছে। পারস্পরিক ভ্রাতৃত্ব নষ্ট করতে কাউকে বিভ্রান্ত করা উচিত নয়। মাহেন্দ্র জানান, তার মেয়ে ও জামাতা উভয়ই প্রকৌশলী।
Array