আশিকুর রহমান হৃদয়।। শরীয়তপুরের ডামুড্যায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকালে স্বাধীনতা চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, আইসিটি কর্মকর্তা জাহিদ হাসান, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ফারুক আলম, মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, শিক্ষা অফিসার নজরুল ইসলাম, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, বিভিন্ন প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ।
এদিকে দিবসটি উপলক্ষে দিনব্যাপী থাকছে আলোচনা সভা, উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুুর ভাষণ প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা পাঠ ও বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দি উদ্যান) তার বজ্র নিনাদ কন্ঠে এক কালোত্তীর্ণ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। এই ভাষণের মধ্যে দিয়ে তৎকালীন সাড়ে ৭ কোটি মুক্তিকামী বাঙালির আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটে।
জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে যা স্বীকৃতি দিয়েছেন।
Array