প্রথম দুই ম্যাচ হেরে বাংলাদেশের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর মিশন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তামিম ইকবালের দল কী পারবে সেই লজ্জা এড়াতে?
ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য সামনে রেখেই আজ বেলা সাড়ে ১১টায় ইংলিশ অধিনায়ক জস বাটলারের বিপক্ষে টস করতে নামলেন তামিম ইকবাল। শুরুতেই ভাগ্যের জয়। টসে জিতলেন তামিম এবং টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।
সিরিজের তিন ম্যাচেই টস জয় হয়েছে তামিমের। ঢাকায় প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় স্কোরবোর্ডে রান ওঠে কেবল ২০৯।
দ্বিতীয় ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান তামিম। ব্যাট করতে নেমে ৩২৬ রান সংগ্রহ করে ইংলিশরা। বাংলাদেশ জবাবে ১৯৪ রানে অলআউট হয়। টস জিতে কেন ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন তামিম, সে নিয়ে সমালোচনারও মুখোমুখি হন তিনি।
এ কারণেই হয়তো চট্টগ্রামে আজ টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিম। টস জয়ের পর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে তামিম বলেন, ‘উইকেট খুব শুকনো দেখাচ্ছে। তার মানে এটা ব্যাটিং উইকেট এবং আশা করছি দ্বিতীয় ইনিংসে স্পিন কিছুটা কাজ করবে এখানে।’
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারান, জস বাটলার (উইকেটকিপার), মঈন আলী, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।
Array