শরীয়তপুরের ডামুড্যায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সরকারি আব্দুর রাজ্জাক কলেজ প্রাঙ্গণে “হাঁসবে রোগী বাঁচবে প্রাণ – করবো মোরা রক্ত দান” এমন স্লোগান কে সামনে রেখে ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশন দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মশালার আয়োজন করেন। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আব্দুর রাজ্জাক কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সায়াদুল হক মোল্লা।
এ সময় আরো উপস্থিত কলেজের প্রভাষক আশেকুজ্জামান আশিক, পরিমল পালসহ কলেজের শিক্ষক শিক্ষিকা, এছাড়াও ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশনের উপদেষ্টা কমিটির সদস্য নিপু দেওয়ান, মানিক বেপারী, উক্ত সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান ইমন, সাধারন সম্পাদক মোঃ তোফা সিকদার আমান উল্লাহ আমান, সুজন,মুবিন ও ইফতি প্রমুখ ।
উদ্বোধনীয় বক্তব্যে সায়েদুল হক মোল্লা বলেন, এটি একটি মহতি উদ্যোগ আমরা ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশনের সার্বিক সাফল্য কামনা করি। সমাজের প্রতিটি মানুষের উচিৎ এসকল কর্মকান্ডে এগিয়ে আসা। মুমূর্ষু রোগীর জরুরী প্রয়োজনে যাঁরা বিনামূল্যে স্বেচ্ছায় রক্ত দান করেন, তাদের প্রতি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার মাধ্যমে তাদের অনুপ্রানিত করা উচিৎ বলে তিনি মন্তব্য করেন।
দিনব্যাপী এ কর্মশালায় শিশু ও যুবকদের উপস্থিতি ছিল চোখে পরারমতো। এসময় ১১৫ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এদের মধ্যো হতে তৈরি হবে আগামীর রক্তযোদ্ধা।
Array