গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ১২, ১৩ ও ১৪ মার্চ প্রথম ‘আন্তর্জাতিক জালালাবাদ উৎসব লন্ডন ২০২৩’ অনুষ্ঠিত হবে লন্ডনে।
তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মিলন সফল করার উদ্দেশে ২৬ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কমিউনিটির সব পর্যায়ের নেতারাসহ সবার সহযোগিতা কামনা করা হয়।
গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা সঞ্চালনা করেন আবুল কালাম আজাদ ছোটন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিন ১২ মার্চ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের ইম্প্রেশন ভেনুতে উদ্বোধনী অনুষ্ঠান। ওইদিন অনুষ্ঠান থাকবে সবার জন্য উন্মুক্ত।
১৩ মার্চ লন্ডনের একটি মারিয়াট হোটেলে নিবন্ধনকারী অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও নৈশভোজ। উৎসবের তৃতীয় দিন ১৪ মার্চ ব্রিটিশ পার্লামেন্টে শুধুমাত্র যুক্তরাজ্যের বাইরে থেকে আসা অতিথিরা ও ব্রিটিশ এমপিদের নিয়ে মধ্যাহ্নভোজ। মতবিনিময় সভায় উপস্থিত সবাই অনুষ্ঠান সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তব্য রাখেন এম এ মুনিম ওবিই, মারুফ আহমেদ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, আব্দুল করিম নাজিম, মুহিব উদ্দিন চৌধুরী, শামীম আহমেদ, আনোয়ারুল ইসলাম অভি, অলি উদ্দিন শামীম, আশিকুর রহমান আশিক, সৈয়দ হাসান আহমেদ, জাহাঙ্গীর খান, আব্দুল ওদুদ দীপক, এ কে আব্দুল্লাহ, সারোয়ার আহমেদ, এ কে এম শামসুজ্জামান বাহার, আলা উদ্দিন, নাজিম উদ্দিন, মুস্তাক আহমেদ, কয়েছ আহমেদ, আকতার আলী, এসএম শামসুর রহমান, দুলাল আহমেদ, মুজাহিদুল ইসলাম, আব্দুল মামুন, নাসিম আহমেদ, নিজামুল হক, আব্দুল বাসির, হাফিজুর রহমান, রফিকুল হায়দার ও খালেদ মাসুদ রনি।
অনুষ্ঠানে বক্তারা লন্ডন-সিলেট রুটে বিমানের ভাড়ার বৈষম্য এবং এয়ারপোর্টে প্রবাসী হয়রানিসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করেন।
পরিশেষে সভাপতি মহিবুর রহমান মুহিব মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং ‘আন্তর্জাতিক জালালাবাদ উৎসব লন্ডন ২০২৩’ সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
Array