ভারতে থেকে রেলপথে জয়পুরহাট স্টেশনে ২ হাজার ৮০০ মেট্রিক টন সিরামিক পাউডার আমদানি করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এসব সিরামিক পাউডার এসে পৌঁছেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে আনলোড করা হচ্ছে।
এসব তথ্য নিশ্চিত করে জয়পুরহাট স্টেশন মাস্টার হাবিবুর রহমান বলেন, বিরল রেলপথে ভারত থেকে ৪৫টি ওয়াগনে এসব সিরামিক পাউডার এসেছে। বগুড়ার পা-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এসব সিরামিক পাউডার আমদানি করেছে।
পা-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, টাইলস তৈরির কাজে এসব সিরামিক পাউডার ব্যবহার করা হবে। ভারতের মহারাষ্ট্রের মুরবি থেকে ২ হাজার ৮০০ মেট্রিক টন সিরামিক পাউডার আমদানি করা হয়েছে। কাস্টমস, রেল ভাড়াসহ বাংলাদেশ সরকারকে প্রায় এক কোটি ২০ লাখ টাকা দিতে হয়েছে। এসব কাঁচামাল আমদানিতে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয় হয়েছে।
Array