নেপালের ক্রিকেটে আনন্দ ও হতাশার এক নাম সন্দ্বীপ লামিচানে। জাতীয় দলে আসার আগেই দাঁপিয়ে বেড়িয়েছেন সব ফ্র্যাঞ্চাইজি লিগ। এরপর দলে সুযোগ পেয়েও দেখালেন হাতের ঘূর্ণি। কিন্তু সেই উড়তে থাকা পালক থামে দেশীয় এক তরুণীর করা যৌন নিপীড়নের অভিযোগে। ওই মামলায় জেল থেকে মুক্তির পর মাঠেও নেমেছিলেন। কিন্তু ভালো পারফর্ম করা সত্ত্বেও দেশের বাইরের সিরিজে খেলার সুযোগ মেলেনি তার। এবার তার ওপর সেই নিষেধাজ্ঞা তুলে নিলেন আদালত। তবে এতেই শেষ নয়, এখন তাকে পেতে হবে আইসিসির অনুমোদনও।
এর মাধ্যমে দুবাইয়ে চলমান ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর ত্রিদেশীয় সিরিজ যোগ দিতে পারবেন তিনি। এর আগে লামিচানেকে ছাড়াই দুবাইয়ের বিমান ধরে নেপাল ক্রিকেট দল। সে সময় তার খেলার বিষয়ে আদালতের নির্দেশনা পাওয়া যায়নি। যৌন নিপীড়নে অভিযুক্ত ২২ বছর বয়সী লামিচানে বর্তমানে অনির্দিষ্ট সময়ের জন্য জামিনে আছেন।
নেপাল ক্রিকেট বোর্ডের (সিএএন) সাধারণ সম্পাদক ব্রিতান্ত খানাল জানিয়েছেন, ‘বোর্ডের পক্ষ থেকে লামিচানের খেলার অনুমতি চেয়ে আইসিসিকে চিঠি দেওয়া হয়েছে। তবে তাকে ছাড়াই অনুষ্ঠিত হওয়া সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে নেপাল। সেই ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৪ উইকেটে হারিয়েয়ে নেপাল’।
গত সপ্তাহে নেপালে আরেকটি ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। নামিবিয়া ও স্কটল্যান্ডের অংশগ্রহণে সেই টুর্নামেন্টে দলে ছিলেন লামিচানে। শুধু স্বাভাবিক উপস্থিতিই নয়, স্বল্প বিরতির পর ক্রিকেটে ফিরেই তিনি দলের টানা ৪ ম্যাচ জয়ে অবদান রাখেন। ৪ ম্যাচে তিনি নিয়েছেন ১৩ উইকেট।
তবে তার সেই সময়টা সুখকর ছিল না। প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা তার সঙ্গে হাত না মেলানোয় মাঠের বাইরের ঘটনা নিশ্চয়ই তাকে ভুলে থাকতে দেয়নি। যদিও দু’দেশের ক্রিকেট বোর্ড নারী নিপীড়নে জড়িত কাউকে তারা স্বাভাবিকভাবে মেনে না নেওয়ার ঘোষণা দিয়ে আসছিল। তারপরও নিজের স্বাভাবিক খেলাই দেখিয়েছেন এই ঘূর্ণি বোলার।
এর আগে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর এক কিশোরীর করা ধর্ষণ মামলায় ২২ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে দেশে ফিরলেই গ্রেফতার করা হয় লামিচানেকে। অবশ্য ১৫ হাজার ৩০০ ডলারের বিনিময়ে পরবর্তীতে তাকে শর্তসাপেক্ষে জামিন দেন আদালত। তবে চূড়ান্ত রায়ের আগে তার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর সিএএন তার ক্রিকেট খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। তিনি যোগ দেন সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের একাদশে।
Array