নোয়াখালী প্রতিনিধি; নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মো. ইলিয়াস হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরপার্বতী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইলিয়াস হোসেন খেয়াল-খুশিমতো অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছিলেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস অবৈধভাবে উত্তোলনকৃত মাটিবোঝাই পিকআপ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ এবং ১৫(১) ধারা মতে তার কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস বলেন, ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। আজকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
Array