বার্তা কক্ষ
21st Feb 2023 5:56 pm | অনলাইন সংস্করণ
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ৭নং দুবখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জালাল উদ্দিন ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজিবুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হাছিবা খান, শিক্ষা কর্মকর্তা মো: জালাল উদ্দীন উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স কর্মকর্তা ফয়জুল কবির, সহকারী শিক্ষা কর্মকর্তা মো: নজরুল ইসলাম প্রমূখ।
Array