“শৈল্পিক মুহাম্মাদ সাঃ” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের লেকপাড়ে ৩০৪ নং স্টলের সামনে বিকেল ৪.৩০টায় সম্মানিত অতিথিদের নিয়ে, ‘শ্বাশত জ্ঞানের সন্ধানে’ স্লোগানকে ধারণ করে যাত্রা করা ‘বন্ধন প্রকাশন’ এর প্রথম বই ‘শৈল্পিক মুহাম্মাদ সাঃ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন –
ড. মোঃ ইব্রাহীম খলিল, সহযোগী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড. মোঃ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক, দনিয়া কলেজ,
মুনির হোসেন, শিক্ষাবিদ, প্রতিষ্ঠাতা রোজ একাডেমি,মাওলানা খলিলুর রহমান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, ড. মোশারফ হোসেন মাসুদ, রেজিস্ট্রার, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড. জুলফিকার হাসান, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়,
আজিজুল হক তারা, বিশিষ্ট ব্যবসায়ী ,
ইমরান মাহমুদ, এমফিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, লুৎফুর রহমান ভুঁইয়া, এমফিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমূখ।
বন্ধন প্রকাশন এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক এইচ এম বিল্লাল হোসেন সম্মানিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লেখক মাহমুদুল হাসান।
মুহাম্মাদ সাঃ এর শিল্পচর্চা এবং তাঁর শিল্পভাবনাকে কেন্দ্র করে রচিত বিশ্বনবী সাঃ -এর বিশেষায়িত সিরাতগ্রন্থ ‘শৈল্পিক মুহাম্মাদ সাঃ’।
আর্টের প্রধান দুটি শাখা তথা ভিজুয়াল আর্ট ও পারফরম্যান্স আর্ট – উভয়টিতেই মুহাম্মদ সাঃ এর সম্পৃক্ততা ২৩৩ টি রেফারেন্সের আলোকে ফুটিয়ে তোলা হয়েছে এই গ্রন্থে। যার প্রতিটিতেই রক্ষা করা হয়েছে প্রফেশনাল রেফারেন্স ক্রাইটেরিয়া।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বইটির ব্যাপক প্রচার ও প্রসার কামনা করেছেন।
সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কলা অনুষদ ডিন’স এওয়ার্ড প্রাপ্ত, ফারেগে জামিয়া রাহমানিয়া আরাবিয়া, তরুণ চিন্তক মাহমুদুল হাসানের লেখা ‘শৈল্পিক মুহাম্মাদ সাঃ’ নামক শিল্পের এ ভূবনে পাঠককে স্বাগতম।
Array