চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ভূমি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জামিন পাননি হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞার আদালত তার জামিন নামঞ্জুর করেন।
বিষয়টি আজকালের বার্তাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) হাটহাজারী থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন আদালত।
জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেসময় তার আগমনের বিরোধিতা করে আন্দোলনের ডাক দেয় ধর্মভিত্তিক দল হেফাজতে ইসলাম। একই দাবিতে গত বছরের ২৬ মার্চ সারাদেশে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়। সেই বিক্ষোভে চট্টগ্রামের হাটহাজারীতে চারজন নিহত হন। সেদিন হাটহাজারীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজত নেতা-কর্মীরা।
এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের নাজির মো. একরামুল হল সিকদার বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটিতে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার দেখানো হয়।
Array