শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের পাশাপাশি সিরিয়ার জন্যেও মানবিক সহায়তা হিসেবে ড্রাই কেক, বিস্কুট, কম্বল, তাঁবু, ওষুধ এবং সোয়েটার পাঠিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশের জনগণের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ত্রাণসামগ্রী হিসেবে এসব সহযোগিতা পাঠিয়েছে।

সহযোগিতা হিসেবে ৪২৮ প্যাকেট ড্রাই কেক (১ হাজার ১১০ কেজি), ৩৪৭ প্যাকেট ডাইজেস্টিভ বিস্কুট (৫৫৬ কেজি), ২৩ প্যাকেট কম্বল (১ হাজার ৩৮০ কেজি), ১০২ প্যাকেট তাঁবু (৪ হাজার ৪২৩ কেজি), ৪৪ প্যাকেট ওষুধ (৯৮০ কেজি) এবং ১৭০ প্যাকেট সোয়েটার (১ হাজার ৩০০ কেজি) পাঠানো হয়েছে।