বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে কয়েক’শ যাত্রী ও যানবাহন। হঠাৎ ফেরি বন্ধ হওয়ার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নদী পারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন চালকদের।