মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক শাহীন আরা মমতাজ আদালতে চার্জশিট দাখিল করবে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর জানিয়েছেন। এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, মিসেস নাসিমা খাতুনের নামে অর্জিত ৬০ লাখ ৭৪ হাজার ৪৯২ টাকার সম্পদের মধ্যে ৩১ লাখ ৬৫ হাজার ৭০০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে দুদকের তদন্তে। এছাড়াও ৫৬ লাখ ২৪ হাজার ৪৯২ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনেরও প্রমাণ পাওয়া গেছে।
সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়।