বাংলাদেশ সনাতন পার্টি(বিএসপি) নতুন রাজনৈতিক দল হিসেবে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে। গত বছরের আগস্ট মাসে জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দলটি যাত্রা শুরু করে সারাদেশে বেশকিছু কমিটি গঠন করেছে বলে জানায় দলটির সভাপতি সুশান্ত চন্দ্র বর্মন।
এই বিপুল জনপ্রিয়তাকে পুজি করে এরই মধ্যে দলের ভেতর চাপা কোন্দল চলছে বলে জানা গেছে জানান দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
নানা অনিয়ম ও কমিটি বানিজ্যের অভিযোগ এনে বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায় ও সহ-সভাপতি আশীস চন্দ্র দাশকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করেছে বাংলাদেশ সনাতন পার্টি(বিএসপি)।
এর আগে গত ২ ফেব্রুয়ারী জরুরী সাধারণ সভা ডেকে নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করা সুশান্ত চন্দ্র বর্মনকে সাময়িক অব্যহতি দিয়ে সংগঠনের সহ-সভাপতি আশীষ চন্দ্র দাসকে ভারপ্রাপ্ত সভাপতি করে সাংগঠনিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সকলকে সুশান্ত চন্দ্র বর্মনের সাথে যোগাযোগ না করার জন্য বলা হয়।
রোববার (৫ফেব্রুয়ারী) রাতে সনাতন পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করেন সুশান্ত চন্দ্র বর্মন।
এসময় তিনি বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায় ও সহ-সভাপতি আশীষ চন্দ্র দাশকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কমিটি বানিজ্য, পক্ষপাত মুলক আচরণ, গঠন্তন্ত্র বিরোধী কার্যকলাপের অভিযোগে তাদের বিরুদ্ধে এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এবিষয়ে সুমন কুমার রায় জানান, তার উপর আনা সকল অভিযোগ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বরং আমরা সভাপতিকে সংগঠন কুক্ষিগত করে রাখার জন্য সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে বহিষ্কার করেছি।
Array