রোববার (৪ ফেব্রুয়ারি) কলম্বোয় মোমেন-হিনার সাক্ষাতের তথ্য জানায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী।
মোমেন-হিনার সাক্ষাতের বিষয়ে এক টুইট বার্তায় হাইকমিশনার লিখেছে, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কলম্বোয় সাক্ষাৎ করেছেন। তারা বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সুবিধার বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
কলম্বোয় শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেশটি সফরে যান ড. মোমেন। বর্তমানে মোমেন দেশটি সফরে রয়েছেন। আগামীকাল রোববার (৫ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
উল্লেখ্য, গত বছরের জুলাইতে আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-এইট (D-8) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসার কথা ছিল হিনার। কিন্তু শেষ অবধি হিনার ঢাকা সফর বাতিল করা হয়।