পিএমও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকী বলেন, ‘চলতি অর্থবছরের বাজেট সংশোধনের সময় আমরা লক্ষ্য করি যে আমরা বিভিন্ন অভ্যন্তরীণ খাত থেকে সরকারকে প্রায় ২৭ কোটি টাকা ফেরত দিতে পারি। দেখা যায়, ২৬.৪৩ কোটি টাকা পাওয়া যায়- যা ফেরত দেওয়া যেতে পারে এবং আমরা এই অর্থ সংসদীয় বাজেট থেকে অর্থ বিভাগে হস্তান্তর করেছি।