জেলা প্রতিনিধি রাজশাহী;
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এস এম কামাল হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত করেছে। প্রধানমন্ত্রী এই বগুড়াতেও ব্যাপক উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করেন। নৌকায় ভোট দিয়ে কেউ বঞ্চিত হয়নি।
শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেছেন, রাগেবুল আহসান রিপুকে নৌকায় ভোট দিয়ে একবার বিজয় করে সংসদে পাঠান, বগুড়ার সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড, জাকির হোসেন নবাব, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, সভাপতি মাহমুদুল আলম নয়ন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আল রাজি জুয়েলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Array