কয়েকদিন আগে রাজস্থানের আলওয়ার শহরের জনপ্রিয় ইউটিউবার অমিত শর্মাকে বিষাক্ত সাপে কাটে। তাৎক্ষণিক বন্ধুদের কাছে গিয়ে বিষয়টি জানান ওই ইউটিউবার। তবে ইউটিউবার হওয়ায় অমিতের কথা বিশ্বাস করতে চাননি তার বন্ধুরা। তারা ভেবেছিলেন, হয়তো কোনো প্র্যাঙ্ক ভিডিও বানাতেই মিথ্যার আশ্রয় নিচ্ছেন অমিত। তবে সাপে কাটার স্থান বন্ধুদের দেখাতেই বিশ্বাস করেন তারা। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে অমিতের প্রাণ বাঁচান তার বন্ধুরা।
জানা গেছে, ক্রেজি এক্সওয়াইজেড নামের একটি ইউটিউ চ্যানেল রয়েছে অমিত শর্মার। পরীক্ষামূলক ভিডিও করার জন্য দারুণভাবে জনপ্রিয় চ্যানেলটি। এর আগে বহুবার প্র্যাঙ্ক ভিডিও তৈরি করেছেন ওই ইউটিউব চ্যানেলে ছেড়েছেন অমিত। এমনকি বিভিন্ন সময় তার চ্যানেলে সাপের ভিডিও আপলোড করা হয়েছে।
নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে অমিত জানান, তাকে কীভাবে সাপে ছোবল কেটেছে। কিছুদিন আগে তিনি জঞ্জালে পরে থাকা একটি বোতল তুলতেই আচমকা ঝটকা লাগে তার। মনে হয় যেন কারেন্টের শক লাগল তার শরীর জুড়ে। আর কিছু যেন হঠাৎ করে শরীরে বিঁধল। পরে তিনি বুঝতে পারেন যে তাকে সাপে ছোবল মেরেছে। অমিত দাবি করেন, তিনি সাপটি দেখেই বুঝেছিলেন যে সেটা গোখরা এবং তা বিষধর।
তবে সাপে কাটার পরও ঘাবড়ে যাননি অমিত। একবার মনে হয়েছিল জীবন শেষ। কিন্তু তিনি নিজেকে শান্ত করলেন এবং তাৎক্ষণিক বন্ধুদের কাছে যান, তাদের পুরো ঘটনাটি জানান। কিন্তু অমিতের বন্ধুরা এটা বিশ্বাস করেননি। তারা ভাবেন, অমিত হয়তো ফের প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছেন। পরে অমিত তার সাপে কাটা হাত দেখান। এটা দেখার পরই তার বন্ধুরা অমিতকে নিয়ে দ্রুত হাসপাতালে যান। অমিত এই সময় তার বন্ধুদের জানান, তার হাতে যেন কিছু দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে বিষ শরীরে না ছড়িয়ে পড়ে।
অমিত জানান, এসব দেখে তার বন্ধুরা রীতিমতো আতঙ্কিত হয়ে গিয়েছিলেন।
সঠিক চিকিৎসায় প্রাণে বাঁচেন বলে জানান অমিত। হাসপাতালে পৌঁছানোর পর তার হাতে যন্ত্রণা শুরু হয়, যা বাড়তে বাড়তে মাথা পর্যন্ত পৌঁছে যায়। এরপর চিকিৎসকরা অমিতকে অ্যান্টি-ভেনম ইঞ্জেকশন দেওয়ায় বিষের প্রভাব কিছুটা কমে। যদিও তিন-চারদিন পর্যন্ত হাতে ব্যথা ছিল।
ওই ভিডিওর মাধ্যমে নিজের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন অমিত। কথা বলতে বলতে আবেগে ভেসে যান তিনি। অমিত এও জানান, অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো মারা গিয়েছেন। অনেক জায়গায় তার মৃত্যুর খবর রটে যায়। আবার অনেকে ভাবেন অমিত তার সোশ্যাল মিডিয়ায় রিচ বাড়ানোর জন্য এসব নাটক করছেন। এ প্রসঙ্গে অমিত জানান, তার প্রত্যেক ভিডিওতে কোটি কোটি ভিউ আসে, তাই তিনি কেন এ ধরনের কাণ্ডকীর্তি করতে যাবেন।
ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে পরামর্শও দিয়েছেন অমিত। তিনি জানান, যখনই সাপে ছোবল মারবে কোনও ওঝা, জড়িবুটির কাছে না গিয়ে সোজা চিকিৎসকের কাছে যাওয়া উচিত। তবে সাপে ছোবল কাটলে কখনও ঘাবড়ে যাবেন না বলেই জানিয়েছেন জনপ্রিয় ইউটিউবার।
Array