মেট্রোরেলের উদ্বোধনের পর টানা কদিন উপচেপড়া ভিড় দেখা গিয়েছিল উত্তরা ও আগারগাঁও স্টেশনে। এরপর থেকে কমতে থাকে মেট্রোতে যাতাযাতের চাপ। তবে ছুটির দিনগুলোতে নগরবাসীর উপচেপড়া ভিড় দেখা গেছে মেট্রোরেলে। এর ব্যতিক্রম হয়নি আজ শুক্রবারও (১৩ জানুয়ারি)।
শুক্রবার ছুটির দিন থাকায় অধিকাংশ যাত্রী প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ার স্বাদ নিতে আবার অনেকে শীতের সকালের ঠাণ্ডা উপেক্ষা করে পরিবার অথবা বন্ধুদের নিয়ে একাধিকবারের মতো মেট্রোরেল ভ্রমণ করতে এসেছেন।
সরেজমিনে মেট্রোরেল স্টেশনে দেখা যায়, আগারগাঁও স্টেশনে রেলের যাত্রা শুরুর সময় সাড়ে ৮টার আগে থেকেই যাত্রীরা আসতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ ভিড় বাড়তে শুরু করেছে।
নাজিব হোসেন নামের এক যাত্রী বলেন, ছুটির দিনে সপরিবারে এসেছি মেট্রোরেলে ভ্রমণ করতে। বাচ্চারা বায়না ধরেছিল মেট্রোরেলে চড়বে সেজন্য নিয়ে এসেছি।
শামীম হোসেন নামে অপর যাত্রী বলেন, মেট্রোরেল চালুর পর থেকেই ভাবছি চড়বো। কিন্তু হয়ে উঠেনি। আজ বন্ধুরা মিলে ঘুরতে এসেছি।
প্রথমদিকে যাত্রীরা অনভ্যস্ত থাকলেও এখন অধিকাংশ যাত্রী অভ্যস্ত হয়ে উঠছেন। তবে যারা এখনও অনভ্যস্ত তাদের জন্যে স্বয়ংক্রিয় পদ্ধতির বদলে মেট্রোরেলের কর্মীরা সাহায্য করছেন ব্যবহার বিধি অনুযায়ী চলতে।
মেট্রোরেলের এক কর্মী বলেন, ধীরে ধীরে সবাই বুঝে উঠতে শুরু করেছেন কীভাবে মেট্রোরেলে চড়তে হবে। নতুন যারা আসছেন তারা অন্যকে দেখে শিখছেন নতুবা আমাদের সহযোগিতা নিচ্ছেন।
মেট্রোরেল প্ল্যাটফর্ম ঘুরে দেখা যায়, যাত্রীরা মেশিনে এবং হাতে হাতে উভয় পদ্ধতিতে টিকিট কাটছিলেন।
প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরেরদিন থেকে চালু হয় মেট্রোরেলের চলাচল। তখন থেকেই কেবল আগারগাঁ ও উত্তরার দিয়াবাড়ী স্টেশনের মাঝে চলাচল করছে। মাঝের কোনো স্টেশনে থামছে না। আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে যাত্রাবিরতি দেবে মেট্রোরেল।
Array