কামরুল ইসলাম, পাবনা প্রতিনিধি : পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন ভুলবারিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে রাতের অন্ধকারে সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বসতবাড়িতে হামলা চালিয়ে দোকান ভেঙে ও কুপিয়ে নগদ অর্থসহ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
আতাইকুলা থানা সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে ভবানীপুর গ্রামের মরহুম কাশেম সরদারের ছেলে ধিরাজ সরদারের বাড়িতে একই গ্রামের ১/ ছালাম পাকিল২/ কালাম ৩/ মকবুল ৪ আয়নাল ৫/ সবুজ সহ ১৫-২০ জনের একটি সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী দল ধীরাজ সরদারের বাড়িতে থাকা দোকানে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে ভাঙচুর করে দোকানে রাখা নগদ অর্থ লুট করে নিয়ে যায় এবং টিভি মনিরসহ বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে ।
এ বিষয়ে আতাইকুলা থানার অভিযোগের প্রেক্ষিতে আতাইকুলা থানার ওসি তদন্তের কাছে জানতে চাইলে তিনি বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Array