চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় বাসি খাবার বিক্রির দায়ে মোহাম্মদীয়া হোটেল অ্যান্ড কনফেকশনারিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ জানুয়ারি) বিকেলে থানার ফিরিঙ্গিবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
জেলা প্রশাসন জানায়, বিভিন্ন অনিয়মের অভিযোগে রেস্টুরেন্টটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় রেস্টুরেন্টর ফ্রিজ থেকে রান্না করা প্রায় ২০ কেজি মাছ-মাংস জব্দ করা হয়। এসব অনিয়মের দায়ে রেস্টুরেন্ট মালিক মোজাম্মেল হককে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল নষ্ট করা হয়। এছাড়া লাইসেন্স ছাড়া বিএসটিআই লোগো ব্যবহার করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
একইদিন বিকেলে থানার কে সি দে রোডে ফুটপাত দখল করে ফ্রিজ এবং গ্রিল মেশিন স্থাপনসহ মূল্য তালিকা ও উৎপাদনের তারিখ ছাড়া দই-কেক বিক্রির দায়ে বেক এন ফাস্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ফুটপাতের অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
Array