ajkalerbarta
07th Jan 2023 7:40 pm | অনলাইন সংস্করণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে পৈত্রিক জমি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৭ জানুয়ারি) সকালে টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে নিজেদের কৃষিজমি দেখতে যান তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলি বছরের ৮-৯ মাস পানির নিচে থাকে। এই জমিগুলোতে ভাসমান বেডে সবজিসহ অন্যান্য ফসল চাষের ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন।
এসময় প্রধানমন্ত্রী সারাদেশের অনাবাদী পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে।
Array