মারাত্মক গাড়ি দুর্ঘটনায় বিস্ময়করভাবে বেঁচে যাওয়া রিশাভ পান্তের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মুম্বাইয়ের একটি হাসপাতালে তার হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচার করানোর কথা জানিয়েছে বিসিসিআই সূত্রগুলো।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানান, ‘রিশাভ পান্তের হাঁটুর অস্ত্রোপচার গতকাল শুক্রবার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি পর্যবেক্ষণে থাকবেন। পরবর্তী পদক্ষেপ ও পুনর্বাসনের ব্যাপারে পরামর্শ দেবেন ড. দিনশ পার্দিওয়ালা এবং তা অনুসরণ করবে বিসিসিআই স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন টিম।’
সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের ডাক্তার পার্দিওয়ালার তত্ত্বাবধানে পশ্চিম আন্ধেরির কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে পান্তের অস্ত্রোপচার হয়। এর আগে দেরাদুন থেকে এয়ার অ্যাম্বুলেন্সের করে মুম্বাইয়ের এই হাসপাতালে নেওয়া হয় ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানকে।
গত ৩০ ডিসেম্বর ভোরবেলায় দিল্লি থেকে বাড়ি ফেরার পথে রুকরিতে ভয়াবহ দুর্ঘটনায় পড়েন পান্ত। রাস্তার ডিভাইডারে ধাক্কা লেগে তার গাড়িতে আগুন ধরে যায়। কোনোরকমে প্রাণরক্ষা হয় পান্তের।
Array