ajkalerbarta
06th Jan 2023 10:13 am | অনলাইন সংস্করণ
ছয় ঘণ্টা পর শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে কুয়াশায় ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ঘন কুয়াশায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিঘাট এলাকায় যানজটে সৃষ্টি হয়। এসময় চাঁদপুর হরিনা ফেরিঘাট এলাকায় প্রায় ৫ শতাধিক ট্রাক ও বাস আটকা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি চাঁদপুর ফেরিঘাট ইনচার্জ মো. ফয়সাল আলম চৌধুরী বলেন, রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে সকালে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে পুনরায় ফিরে চলাচল শুরু হয়। এই রুটে সাতটি ফেরি রয়েছে।
Array