বার্তা কক্ষ
05th Jan 2023 10:01 am | অনলাইন সংস্করণ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্লেন গৌহাটির লোকপ্রিয়া গোপীনাথ বর্দোলোই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বৈরী আবহাওয়ার কারণে আগরতলা যাওয়ার পথে তাকে বহনকারী প্লেনের জরুরি অবতরণ করতে হয়।
বুধবার (৪ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। রাতে তিনি গৌহাটির হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করেন।
খবরে বলা হয়, অমিত শাহর আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমনাবন্দরে দৃষ্টিসীমা জটিলতায় তাকে বহনকারী প্লেনটি অবতরণ করানো সম্ভব হয়নি। ফলে গৌহাটিতে তার প্লেন জরুরি অবতরণ করে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে আগরতলায় রথযাত্রার উদ্বোধন করার শিডিউল রয়েছে অমিত শাহর।
Array