বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা আর মুক্তি চাইবো না, মুক্ত করবো। আমরা মুক্ত করবো গণতন্ত্র, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের অপরাধ তারা গণতন্ত্র চায়। তারা নিরাপদে ভোট দিতে চায়, যাকে খুশি তাকে দিতে চায়। সুতরাং এই গণতন্ত্রের লড়াইয়ে যদি আমরা সফল হই, বাংলাদেশ মুক্ত হবে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি সব নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এই কর্মসূচির আয়োজন করে ঢাকায় ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী ফোরাম ।
আদালতে বিএনপি নেতাদের জামিন আবেদন নাকচ হওয়ার প্রসঙ্গে টেনে গয়েশ্বর বলেন, আমরা কার কাছে বিচার চাইবো? বিচার বিভাগ যদি স্বাধীন হতো, বিচারপতিরা যদি বলতে পারতেন আমরা স্বাধীন, বিচারপতিরা যদি বলতে পারতেন আমাদের বিভাগ স্বাধীন, তাহলে হয়তো আমরা ন্যায় বিচার পেতাম। আমাদের ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ নেই।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলনের মধ্যদিয়ে গণতন্ত্র উদ্ধার করতে পারলে, বাংলাদেশ মুক্ত হবে। আমাদের নেতাকর্মীরা মুক্ত হবে। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবো।
তিনি বলেন, আমার চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন। সেই নির্বাচনের বাধা শেখ হাসিনা। তিনি যতক্ষণ ক্ষমতায় থাকবেন, ততক্ষনে পুলিশ,র্যাব, আদালত, প্রশাসন বাধা থাকবে। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে, পুলিশ জনগণের পক্ষে কাজ করবে। পুলিশ আর কখনো জনগণের উপর অত্যাচার করবে না। জনগণের খাদেম হিসেবে কাজ করবে। একারণে আমরা বলছি, আগামী সুষ্ঠু নির্বাচনের একমাত্র পথ হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। সরকার পদত্যাগ করলেই খালেদা জিয়া, মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ সকল কারাবন্দির মুক্তি মিলবে।
সংগঠনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা মীর আলী নেওয়াজ, শহিদুল ইসলাম খান বাবুল, আনিসুর রহমান খোকন, আমিরুজ্জামান খান শিমুল, আব্দুল আলীম প্রমুখ।
Array