ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সাময়িকভাবে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ হওয়াতে মাঝ নদীতে দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে।
সকালের গোয়ালন্দের হাঁটাপাঁটির সদস্য ও প্রধান শিক্ষক সুশীল কুমার রায় বলেন, আজকে রাত থেকেই প্রচুর কুয়াশার কারণে রাস্তাঘাটে কোনো কিছুই দেখা যাচ্ছে না, ঘন কুয়াশায় জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বলে জানান।
মহাসড়কের পাশের থাকা চায়ের দোকানী মধুর খান বলেন, আমার জীবনে এই প্রথম এতো কুয়াশা দেখছি। শুক্রবার রাত থেকে কুয়াশার কারণে দোকানে কোনো কাস্টমার নেই। বেচাকেনা কমে গেছে। রাস্তাঘাটে কোনো মানুষ নেই।
বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, শুক্রবার রাত ১টার দিকে ঘন কুয়াশায় মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
তিনি আরও জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন অপেক্ষায় আছে। কুয়াশার তীব্রতা কমে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।
Array