নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে বিএনপির মিছিল শেষ করার ঘোষণা দিয়ে নেতা-কর্মীদেরকে কোনো ঝামেলা না করে শান্তিপূর্ণভাবে বাড়ি ফেরার নির্দেশ দিয়েছেন নেতারা।
শুক্রবার বেলা সাড়ে তিনটায় নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিল মগবাজার মোড়ে যাওয়ার পর তা শেষের ঘোষণা দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।
যদিও আগের দিন কর্মসূচির সমন্বয়ক এ জেড এম জাহিদ হোসেন জানান, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হবে মিছিল।
তবে বিলেল ৪টা ১০ মিনিটে মিছিলটি মগবাজারে এসে মিছিল পৌঁছলে আমান উল্লাহ আমান মাইকে কর্মসূচি সমাপ্তির ঘোষণা করেন আমান। তিনি বলেন, ‘আমাদের গণমিছিল আজকে শেষ। আমি মিছিলের সমাপ্তি ঘোষণা করছি। আপনার সবাই শান্তিপূর্ণ ভাবে বাড়ি ফিরে যাবেন। কোনো ধরনের ঝামেলা করবেন না।’
বিএনপির নেতা সবাইকে চলে যেতে বলার পাশাপাশি জায়গা ছেড়ে দিতেও বলেন। বলেন, ‘মিছিলের পেছনে যারা আছেন তারাও মগবাজার এসে মিছিল শেষ করবেন।’
Array