ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. অনিক (১৭) ও মো. শাওন (১৮) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। পরবর্তীতে সাথে থাকা অন্য বন্ধুরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠালে সেখানে রাত আড়াইটায় শাওনের মৃত্যু হয়।
নিহত অনিক রাজধানীর মুগদার মানিকনগরের মো. ইদ্রিস মিয়ার ছেলে এবং শাওন কুমিল্লার লাকসামের মনোহরগঞ্জের সাইফুল মিয়ার ছেলে। শাওন মুগদার মানিকনগরে ভাড়া বাড়িতে থাকতো।
অনিকের বড় ভাই ইয়াসিন মিয়া জানান, রাতে দাওয়াতের কথা বলে বাসা থেকে বের হয়ে তিনটি মোটরসাইকেলে করে ছয় বন্ধু মিলে মাওয়া ঘুরতে যাচ্ছিল। পথিমধ্যে যাওয়ার সময় রাজেন্দ্রপুর এলাকায় একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। পরে আমরা হাসপাতালে এসে দেখি অনিক ও তার বন্ধু দুজনেই মারা গেছে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর শামীম আল মামুন জানান, রাতে ঢাকা থেকে মাওয়া যাওয়ার সময় একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
Array