চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় হোসাইন বিন আরিফ (২৫) ও মোহাম্মদ ইমন (২১) নামে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগতরাত সাড়ে ১০টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরা অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন বিন আরিফ উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টারবাড়ি জালাল মৌলভীর বাড়ির মৃত জেবল হোসেনের ছেলে। ইমন লেদু কোম্পানির পুরাতন বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে হোসাইন বিন আরিফ ও মোহাম্মদ ইমন তাদের বন্ধুর বোনের বিয়েতে যাচ্ছিল। পতিমধ্যে চট্টগ্রাম মহাসড়কের কুমিরা অংশে পৌঁছালে একটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হোসাইন বিন আরিফ নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ ইমনকে হাসপাতালে নিলে ভর্তি অবস্থায় মৃত্যু বরণ করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ আজকালের খবরকে বলেন, মোটরসাইকেল আরোহীরা তাদের বন্ধুর বোনের বিয়েতে যাচ্ছিল। খুবই দ্রুতগতীতে চালানো মোটরসাইকেল কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যান ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Array