পৌরসভাগুলো হলো রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৮১ ইউপির মধ্যে ৪৭টিতে সাধারণ নির্বাচন ও ৩৪টিতে বিভিন্ন পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) চলছে ভোট গ্রহণ।
এদিকে নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই, ধর্মপুর, নোয়াখালী, চাঁদপুরের হাইমচর, টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইল ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ।

চাঁদপুরের বিউটি নামের এক নারী ভোটার বলেন, ‘আমি এই প্রথমবার ইভিএমে ভোট দিলাম। এতে নিজের কাছে অন্যরকম অনুভূতি কাজ করছে। স্বচ্ছতা ও জবাবদিহির জন্য ইভিএম পদ্ধতি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।’
লিটন বেপারী নামের এক বৃদ্ধ বলেন, ‘আমার ৩টা ভোট। চেয়ারম্যানে একটি, নারী মেম্বারে একটি ও পুরুষ মেম্বার প্রার্থীকে একটি। বোতাম চাপ দিয়েই ভোট সম্পন্ন করেছি।’