নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের দাবি, গত ২৪ ডিসেম্বর দিনগত রাতের যে কোনো সময় নারায়ণগঞ্জ জেলার (সিদ্ধিরগঞ্জে) দুলাভাই হাসানই কুসুমকে হত্যা করেছে।
কুসুম হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের সাবেক বিন্নি গ্রামের জিন্দারের মোড় এলাকার মুকুল মিয়ার ছেলে।
জানা গেছে, কুসুম মা-বাবার একমাত্র ছেলে। যে কারণে ছোটবেলা থেকেই মা-বাবা এবং একমাত্র বড় বোনের আদরে কিছুটা বেপরোয়া হয়ে ওঠে। বেশকিছু দিন ধরে কুসুমের নামে এলাকায় চুরিসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠে। গত অক্টোবর মাসে সাবেক বিন্নি জিন্দারের মোড়ে লিমন মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। ওই চুরি হওয়া মোবাইলটি রাব্বুল নামে এক চায়ের দোকানদারের কাছে বিক্রি করে কুসুম।
এ বিষয়ে রাব্বুল হোসেন জানান, গত দুই মাস আগে একটি মোবাইল ফোন বিক্রি করবে বলে কুসুম তাকে জানায়। পরে তিনি দেড় হাজার টাকা দিয়ে মোবাইলটি কেনেন। পরবর্তীতে মোবাইল ফোনের যান্ত্রিক সমস্যা দেখা দিলে লিমন নামের এক ব্যক্তির কাছে মেরামত করতে দেন তিনি। পরে লিমন মোবাইল ফোনটি দেখে তার হারিয়ে যাওয়া মোবাইল বলে দাবি করেন। রাব্বুল পরবর্তীতে স্থানীয়দের জানালে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে শালিশও হয়। সে সময় কুসুমকে অভিযুক্ত করা হয়। পরে কুসুমকে নারায়ণগঞ্জে তার দুলাভাইয়ের কাছে পাঠিয়ে দেন তার পরিবার। এদিকে কুসুম উপস্থিত না থাকায় সালিশ স্থগিত হয়ে যায়।
কুসুমের বাবা মুকুল মণ্ডল জানান, এলাকার বিভিন্ন লোক তার ছেলের নামে মোবাইল চুরির অভিযোগ দেওয়ায় গত ২২ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার মেয়ের জামাই হাসানের কাছে কুসুমকে পাঠিয়ে দেন। এর দুদিন পর হাসান ফোন করে জানান, স্থানীয় বখাটে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে কুসুম নিহত হয়েছে। পরে একটি অ্যাম্বুলেন্সে করে থেকে কুসুমের মরদেহ বাড়িতে পাঠিয়ে দেন হাসান। এরপর থেকে হাসানের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। গত ২৫ ডিসেম্বর কুসুমের লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে রাজন নামে এক ছেলেকে পাঠিয়ে দেন হাসান।
স্থানীয়রা জানান, মরদেহের সঙ্গে আসা ওই ছেলেকে পুলিশ জিজ্ঞাসাবাদে সন্দেহ হয়। পরে তারা হরিনাকুণ্ডু থানা পুলিশে খবর দেন। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হাসান তার শ্যালক কুসুমকে হত্যা করেছে বলে পুলিশকে জানান।
হরিনাকুণ্ডু থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত কুসুমের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন ও হাতের দুটি নখ উঠানো ছিল।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, এ ঘটনায় দুজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। তার মধ্য শৈলকূপা উপজেলার দামুকদিয়া গ্রামের মিজু আহাম্মেদের ছেলে রাজনকে (২৪) হরিণাকুণ্ডু থেকে আটক করে সিদ্ধিরগঞ্জে নিয়ে আসা হয়েছে। অপর আসামি হাসানকে ধরতে অভিযান চলছে।