ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে বিব্রত উপমহাদেশের কিংবদন্তী অভিনেত্রী শবনম। সম্প্রতি এ নিয়ে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। অথচ বিভিন্ন সময় আমার নাম ভাঙিয়ে বিভিন্ন পোস্ট যাচ্ছে এটা আমার জন্য খুবই বিব্রতকর’।
জানা গেছে, আজ বুধবার ঝর্না বসাক শবনম নামের একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে চিত্রনায়িকা মাহির নির্বাচন ঘিরে তাকে সমর্থন জানিয়ে একটি পোস্ট করা হয়। এ নিয়ে একটি অনলাইন পোর্টাল সংবাদও প্রকাশ করে। বিষয়টি শবনমের নজরে আনলে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, প্রথম বিষয় আমি মাহিকে কখনই চিনি না বা জানি না। তাকে ইউটিউবের কল্যাণে দেখেছি মাত্র। আমার ধারণা ও নিজেও আমার সম্পর্কে ওয়াকিবহাল নয়। তাছাড়া এই নামে আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। পাশাপাশি আমি বলতে চাই আমার অবস্থান থেকে হুটহাট করে চাইলেই পোস্ট দিতে পারি না।
তিনি বলেন, কারা করছে এমনটা আমি জানি না। তবে যারাই করুক তাদের সতর্ক করছি ‘আমার নামে ফেসবুক একাউন্ট বন্ধ করুন নয়তো সাইবার ক্রাইম সংস্থায় যাবো’।
পরে এই প্রতিবেদক ঢাকা মেইল অনলাইনে যোগাযোগ করলে কর্তৃপক্ষ শবনমের নাম সরিয়ে প্রতিবেদনটি সংশোধন করে প্রকাশ করেন।
প্রসঙ্গত, ‘ঢাকা মেইল অনলাইনে ‘বিপুল ভোটে জয়ী হয়ে এমপি হবেন মাহী, প্রত্যাশা শবনমের’ শীর্ষক একটি সংবাদ বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রকাশ পায়। খবরটি তার গোচরে আনলে শবনম এই প্রতিবেদকের কাছে তীব্র প্রতিক্রিয়ায় সাইবার ক্রাইমে অভিযোগের হুঁশিয়ারি দেন।
Array