বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী পাবনার কৃতী সন্তান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক এমপি সেলিম রেজা হাবিবসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সারা শহরে প্রদক্ষিণ শেষে শহরের গোপালপুরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি, সিরাজুল ইসলাম সরদার, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সহসভাপতি আলহাজ তৌফিক হাবিব, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন জোয়ার্দার, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাম মোল্লা, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ, টুটুল বিশ্বাস, আবু বকর সিদ্দিক মকু, মুসাব্বির হোসেন সন্জু, ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি আরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমাম রন্জু, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা মস্যজীবী দলের সভাপতি আজম প্রাং, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমল শেখ টিটু, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহানা পারভীন বক্তব্য রাখেন।
আরও উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতারা এবং জেলা ও উপজেলার সকল অঙ্গসংগঠনের নেতারা।