ডালিয়া বলেন, ‘রংপুরের মানুষ নৌকার সঙ্গে আছেন। ভোটাররা উন্নয়নের স্বার্থে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন।’ ভোটের পরিবেশ চমৎকার আছে উল্লেখ করে তিনি বলেন, ‘উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরবাসী ভোট দিতে কেন্দ্রে আসছেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
বিজয়ী হয়ে নগরবাসীকে দেওয়া ইশতেহারগুলো বাস্তবায়ন করে রংপুর সিটি করপোরেশনকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।