১ হাজার কোটি টাকা চেয়ে ১৫০ কোটি পাওয়ায় মেট্রোরেল পরিচালনায় কোনো প্রভাব পড়বে কিনা জিজ্ঞেস করা হলে তিনি জানান, উদ্বোধনের পরে তিনি এ বিষয়ে কথা বলবেন।
জানা গেছে, ঋণপত্রে ডিএমটিসিএলের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ ও হিসাব) মো. আফতাবুজ্জামান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল লাইন-৬ নির্মাণে মোট খরচ হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।
ভাড়া থেকে মেট্রোরেলের পরিচালন ব্যয়ের মাত্র ৩০ শতাংশ উঠবে। বাকি ৭০ শতাংশ খরচ ওঠানোর জন্য মেট্রো স্টেশনগুলো বাণিজ্যিক কাজে ভাড়া দেওয়ার পরিকল্পনা আছে।
সংশ্লিষ্টরা আরও জানান, যেসব অবকাঠামো আছে তাতে খুব বেশি রাজস্ব আসবে না। এজন্য দরকার মেট্রো লাইনের করিডোরভিত্তিক উন্নয়ন, যা এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে।